O Sajani Sajani

ও সজনী, সজনী
এ দিন-রজনী কাটে না যে
কেনইবা লাল শিমুল ফোটে লাজে
সাজে সে রঙের বাহারে, আহা রে
ও সজনী, সজনী

লাল দোপাটি ফুটেছে ঐ, আলতা মাখা সে
আহা, সোনা সোনা রোদেরই ঐ ঝিলিক আকাশে
লাল দোপাটি ফুটেছে ঐ, আলতা মাখা সে
আহা, সোনা সোনা রোদেরই ঐ ঝিলিক আকাশে
দূরে ওই আরো দূরে বুনোহাঁস যায় যে উড়ে
লাগে রঙ মেঘের পাহাড়ে, আহা রে

ও সজনী, সজনী

ও সজনী, সজনী
যায় কি না যায় বেলা
এ তোমার কেমন খেলা
এ ব্যথা বোঝে ক'জনি
সজনী, সজনী

তুমি আমার দিনের সুরজ, রাতের তারা যে
আহা, কেমন কেমন করে এ মন তোমায় ছাড়া যে
তুমি আমার দিনের সুরজ, রাতের তারা যে
আহা, কেমন কেমন করে এ মন তোমায় ছাড়া যে
কি করি কি না করি, তোমাকেই ভেবে মরি
এ কথা জানাই কাহারে, আহা রে

ও সজনী, সজনী
এ দিন-রজনী কাটে না যে
কেনইবা লাল শিমুল ফোটে লাজে
সাজে সে রঙের বাহারে, আহা রে
ও সজনী, সজনী



Credits
Writer(s): Gouri Prasanna Mazumdar, Anal Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link