Banjaara

কিছু স্বপ্ন ভাঙা টুকরো কাঁচ
ছিল ভাঙা মনেরই গভীরে
আজ বদলে গেল যেন সবই
এলো এক মুঠো রোদ ভাঙা ঘরে
কারো পায়েরই শব্দ এ বুকে
কিছু রঙ এলো ঝাপসা দু'চোখে
ভাসে হাওয়ায় চেনা সেই গন্ধ
এলো আজ কি আবার সে ফের?

যে ছিল আমার আপন, যার সাথে বাঁধা এ জীবন
এলো যেন সে ভালোবেসে ভরে দিতে আজ এ মন
যেন এক নতুন সকাল, ভেঙে দিয়ে ঘুমেরই জাল
এলো যেন সে ভালোবেসে ভরে দিতে আজ এ মন

যে ছিল মরীচিকা, দিত শুধু যে দেখা
তাকে যেত না ছোঁয়া কোনদিন
তারা হয়ে আকাশে, থাকত মেঘেতে ভেসে
সে ছিল যে অধরা প্রতিদিন

কাটত যে দিন তবু তারই আশায় কত যন্ত্রণা বুকে বয়ে
মুছে গেল সেই ব্যথা তাকে পেয়ে

সে যেন অঝোর শ্রাবণ, না বলা সুখের প্লাবণ
এলো যেন সে ভালোবেসে ভরে দিতে আজ এ মন
যেন এক নতুন সকাল, ভেঙে দিয়ে ঘুমেরই জাল
এলো যেন সে ভালোবেসে ভরে দিতে আজ এ মন

তার ঐ চোখের ইশারা, ভাঙত সবই পাহারা
হায়, করত সে যে মনকে ঘরছাড়া
ভেসে যাওয়া সেই টানে, অবুঝ উজানে
হায়, মিলত না তবু তার কিনারা

সেই স্বপ্ন আজ এসে দিল ধরা আমার দু'হাতের মুঠোয়
এলো যে আজ সেই ঘরে ফেরার সময়
যার কথা ভেবে শিহরণ, যে আমার জীবন-মরণ
এলো যেন সে ভালোবেসে ভরে দিতে আজ এ মন
যেন এক নতুন সকাল, ভেঙে দিয়ে ঘুমেরই জাল
এলো যেন সে ভালোবেসে ভরে দিতে আজ এ মন
ভরে দিতে আজ এ মন, ভরে দিতে আজ এ মন
ভরে দিতে আজ এ মন



Credits
Writer(s): Mithoon
Lyrics powered by www.musixmatch.com

Link