Kon Dur Pronoyeer Pathe

কোন দূর প্রণয়ীর পথে প্রাণ ভ্রান্ত
অবেলা এ বেলা কার হলো আজি ভ্রান্ত
কোন দূর প্রণয়ীর পথে প্রাণ ভ্রান্ত
অবেলা এ বেলা কার হলো আজি ভ্রান্ত
কোন দূর প্রণয়ীর পথে

তাই কি সে ডেকে কয়
মনেরও বলাকা তোর ফুরালো সময়
তাই কি সে ডেকে কয়
মনেরও বলাকা তোর ফুরালো সময়
দূর পথ প্রান্তেরো কানন ছায়ে
দূর পথ প্রান্তেরো কানন ছায়ে
সুরভি হারায়ে ফুল হলো আজি ভ্রান্ত

কোন দূর প্রণয়ীর পথে প্রাণ ভ্রান্ত
অবেলা এ বেলা কার হলো আজি ভ্রান্ত
কোন দূর প্রণয়ীর

কবে কোন ক্ষণে কার হিয়া কে নিলো
মিলনেরও ছলে এসে বিরহ দিলো
বিরহ দিলো
কবে কোন ক্ষণে কার হিয়া কে নিলো
মিলনেরও ছলে এসে বিরহ দিলো
বিরহ দিলো

তাই ঘিরে আজি হায় বেদনার বাতায়নে
না জ্বালিতে দ্বীপ নিভে যায়
তাই ঘিরে আজি হায় বেদনার বাতায়নে
না জ্বালিতে দ্বীপ নিভে যায়
বিরহ বিরহ বিলা দেশে ক্ষণেরও সাথে
পাখিরা হারায়ে গান হলো আজি ভ্রান্ত

কোন দূর প্রণয়ীর পথে প্রাণ ভ্রান্ত
অবেলা এ বেলা কার হলো আজি ভ্রান্ত
কোন দূর প্রণয়ীর



Credits
Writer(s): Jaganmoy Mitra
Lyrics powered by www.musixmatch.com

Link