Pataka

এই প্রেমের পুরনো খেলা আর জমে না
তোমার প্রেমের নেশা আমায় আর পাবে না
বেসেছি ভালো তাই বলে কি
মেনে নেবো তোমার সবই?
ছলাকলা লুকোচুরি আমার সাথে না

কথা যে ছিলো দুজনে হবো দুজনের পুরোটাই
না জেনে শুধু ব্যথা তুমি দিয়েছ আমি তাই
হয়েছি রে পটাকা, রে পটাকা, রে পটাকা, হো
রে পটাকা, রে পটাকা, রে পটাকা, হো
হয়েছি রে পটাকা, রে পটাকা, রে পটাকা, হো
রে পটাকা, রে পটাকা, রে পটাকা, হো
হয়েছি রে পটাকা, রে পটাকা, রে পটাকা, হো
হয়েছি রে পটাকা, রে পটাকা, রে পটাকা, হো

মাতাল রোমিও হলে হবে কী
প্রমাণ করতে না পারো যদি
মুখের কথায় গলবে না এ মন
দূরে দূরে থাকো তাই ভালো

আরে ডাকতে তুমি কত নামে
কী দেখালে পরিণামে?
মিছে কথার বাতি জ্বেলে
বারেবারে শুধু বোকা সাজালে
শিখেছি আমি তোমার থেকেই
'না' বলে ফিরিয়ে দিতে তোমাকে
চেয়েছো তুমি আমায় পোড়াতে
আমি ভালো থাকি বিপরীতে

কথা যে ছিলো দুজনে হবো দুজনের পুরোটাই
না জেনে শুধু ব্যথা তুমি দিয়েছ আমি তাই
হয়েছি রে পটাকা, রে পটাকা, রে পটাকা, হো
রে পটাকা, রে পটাকা, রে পটাকা, হো
হয়েছি রে পটাকা, রে পটাকা, রে পটাকা, হো
হয়েছি রে পটাকা, রে পটাকা, রে পটাকা, হো
হয়েছি রে পটাকা-কা-কা
পটা-পটা-কা-কা
রে পটাকা, রে পটাকা, রে পটাকা, হো



Credits
Writer(s): Pritom Hasan, Rakib Hasan Rahul
Lyrics powered by www.musixmatch.com

Link