Na! Na! Na! Ae Hotey Parey Na!

শেকড়ে শেকড়ে বাঁধা
শেকড়ে আমি, শেকড়ে তুমি সবাই সব
শেকড়ে বাঁধা জীবনযাপন সবই বাঁধা
পর কি আপন সবই যেন শেকড়ে আজ্ঞা

না, না, না এ হতে পারে না
খাঁচার ভেতর থেকে বলে খাঁচা চিনে না
না, না, না এ হতে পারে না
খোলা গলায় গেয়ে যায় সুর সে বোঝে না
একদমই, একদমই, একদমই না

তবু আঘাতে নির্ঘাত মৃত্যু হবে তোমার এ কথা জেনে রেখো তুমি
আমারই চরণে পড়িয়া বলিবে ফারুক ভাই এই কথাটি বলেছিলেন আপনি
খোলা হাতে লড়তে জানো না, অস্ত্র না ধরতে জানলেও মুখ কি চলে না তোমার?

না, না, না এ হতে পারে না
খোলা গলায় গেয়ে যায় সুর সে বোঝে না
একদমই, একদমই, একদমই না

না, না, না এ হতে পারে না
না, না, না এ হতে পারে না
না, না, না এ হতে পারে না
খাঁচার ভেতর থেকে বলে
খাঁচার ভেতর থেকে বলে
খাঁচার ভেতর থেকে বলে খাঁচা চিনে না



Credits
Writer(s): Issa Farooque
Lyrics powered by www.musixmatch.com

Link