Keno Jamini Na Jete

কেন যামিনী না যেতে জাগালে না
বেলা হল মরি লাজে
কেন যামিনী না যেতে জাগালে না
বেলা হল মরি লাজে
কেন যামিনী না যেতে জাগালে না
শরমে জড়িত চরণে কেমনে
চলিব পথেরি মাঝে
কেন যামিনী না যেতে জাগালে না
বেলা হল মরি লাজে
কেন যামিনী

আলোকপরশে মরমে মরিয়া
হেরো গো শেফালি পড়িছে ঝরিয়া
আলোকপরশে মরমে মরিয়া
হেরো গো শেফালি পড়িছে ঝরিয়া
কোনোমতে আছে পরান ধরিয়া
কামিনী শিথিল সাজে

কেন যামিনী না যেতে জাগালে না
বেলা হল মরি লাজে
কেন যামিনী না যেতে জাগালে না

নিবিয়া বাঁচিল নিশার প্রদীপ
উষার বাতাস লাগি
রজনীর শশী গগনের কোণে
লুকায় শরণ মাগি
নিবিয়া বাঁচিল নিশার প্রদীপ
উষার বাতাস লাগি
রজনীর শশী গগনের কোণে
লুকায় শরণ মাগি

পাখি ডাকি বলে, "গেল বিভাবরী"
বধূ চলে জলে লইয়া গাগরি
পাখি ডাকি বলে, "গেল বিভাবরী"
বধূ চলে জলে লইয়া গাগরি
আমি এ আকুল কবরী আবরি
কেমনে যাইব কাজে

কেন যামিনী না যেতে জাগালে না
বেলা হল মরি লাজে
কেন যামিনী না যেতে জাগালে না



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link