Aaji E Gandho Bidhuro Samirane

আজি এই গন্ধবিধুর সমীরণে
আজি এই গন্ধবিধুর সমীরণে
কার সন্ধানে ফিরি বনে বনে
গন্ধবিধুর সমীরণে
আজি এই গন্ধবিধুর সমীরণে

আজি ক্ষুব্ধ নীলাম্বরমাঝে
একি চঞ্চল ক্রন্দন বাজে
আজি ক্ষুব্ধ নীলাম্বরমাঝে
একি চঞ্চল ক্রন্দন বাজে

সুদূর দিগন্তের সকরুণ সঙ্গীত
সুদূর দিগন্তের সকরুণ সঙ্গীত
লাগে মোর চিন্তায় কাজে
আমি খুঁজি কারে অন্তরে মনে
গন্ধবিধুর সমীরণে

আজি এই গন্ধবিধুর সমীরণে

ওগো, জানি না কী নন্দনরাগে
সুখে উৎসুক যৌবন জাগে
ওগো, জানি না কী নন্দনরাগে
সুখে উৎসুক যৌবন জাগে

আজি আম্রমুকুলসুগন্ধে
নব পল্লবমর্মরছন্দে
আজি আম্রমুকুলসুগন্ধে
নব পল্লবমর্মরছন্দে
চন্দ্রকিরণ-সুধা সিঞ্চিত অম্বরে
চন্দ্রকিরণ-সুধা সিঞ্চিত অম্বরে
অশ্রুসরস মহানন্দে
আমি পুলকিত কার পরশনে
গন্ধবিধুর সমীরণে

আজি এই গন্ধবিধুর সমীরণে
কার সন্ধানে ফিরি বনে বনে
গন্ধবিধুর সমীরণে
আজি এই গন্ধবিধুর সমীরণে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link