Saramukh Roddur

সারামুখে রোদ্দুর ঝড় জল কুয়াশা,
দাম দিয়ে কেনা রোজ স্বপ্নের ভূমি,
এ শহর সব দেয় শুধু বিনিময় তুমি
এ শহর সব দেয় শুধু বিনিময় তুমি...
রাত্রি গভীর হলে কখন যে এলো না হয় দুচোখের জমি,
এ শহর সব দেয়, শুধু বিনিময় তুমি
এ শহর সব দেয়, শুধু বিনিময় তুমি
যাকে তুমি ভালোবাসো, ঈশ্বর ভাবো
তারই কাছে কুহেলী এবার.
যাকে তুমি ভালোবাসো, ঈশ্বর ভাবো
তারই কাছে কুহেলী এবার...
কি জানি কি সুখ পেল খারাপ মেয়ের গল্প লিখে নিওন আবার,
এ শহর সব দেয়, শুধু বিনিময় তুমি
এ শহর সব দেয়, শুধু বিনিময় তুমি.
যেই ঘরে রেখে গেছ সাতসকালে টুকিটাকি,
ফিকে যে তা.
যেই ঘরে রেখে গেছ সাতসকালে টুকিটাকি,
ফিকে যে তা.
তোমাকে বারান্দাটা চাইছে যখন
অন্য কোথাও নিলাম তোমার...
সারামুখে রোদ্দুর ঝড় জল কুয়াশা,
দাম দিয়ে কেনা রোজ স্বপ্নের ভূমি,
এ শহর সব দেয় শুধু বিনিময় তুমি
এ শহর সব দেয়, শুধু বিনিময় তুমি.
রাত্রি গভীর হলে কখন যে এলো না হয় দুচোখের জমি,
এ শহর সব দেয় শুধু বিনিময় তুমি .
এ শহর সব দেয় শুধু বিনিময় তুমি.
এ শহর সব দেয় শুধু বিনিময় তুমি .
এ শহর সব দেয় শুধু বিনিময় তুমি।



Credits
Writer(s): Tamal Chakroborty
Lyrics powered by www.musixmatch.com

Link