Antar Jaar Athai Sagar(From "Rajnandini")

অন্তর যার অথই সাগর
সেই সাগরে বলো ডুববে না কে?
অন্তর যার অথই সাগর
সেই সাগরে বলো ডুববে না কে?
কূল ছেড়ে তাই অকূলে এলাম
বন্ধু ওগো, তোমারি ডাকে

একরাশ জোছনার চন্দন ফুল
এই মন-উপবনে ফোটায় মুকুল
একরাশ জোছনার চন্দন ফুল
এই মন-উপবনে ফোটায় মুকুল

স্বপন ভ্রমর কোথায় ছিল
মুগ্ধ হয়ে কথা হারিয়ে
স্বপন ভ্রমর কোথায় ছিল
মুগ্ধ হয়ে কথা হারিয়ে
অপলকে তাকিয়ে থাকে

অন্তর যার অথই সাগর
সেই সাগরে বলো ডুববে না কে?

অনুরাগ কাকে বলে বুঝি না তো হায়
সুখে কেন দুনয়নে জল ভরে যায়
অনুরাগ কাকে বলে বুঝি না তো হায়
সুখে কেন দুনয়নে জল ভরে যায়

শুধু জানি গো ধন্য আমি
যা কিছু চাওয়ার, যা কিছু পাওয়ার
শুধু জানি গো ধন্য আমি
যা কিছু চাওয়ার, যা কিছু পাওয়ার
সবটুকু দিয়ে তোমাকে

অন্তর যার অথই সাগর
সেই সাগরে বলো ডুববে না কে?
কূল ছেড়ে তাই অকূলে এলাম
বন্ধু ওগো, তোমারি ডাকে



Credits
Writer(s): Ajoy Das, Pulak Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link