Ami Dekhiyachhi - Recitation

আবার আসিব ফিরে
ধানসিঁড়িটির তীরে
এই বাংলায়

বাংলার মুখ আমি দেখিয়াছি
তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর
অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে
চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে
ভোরের দোয়েল পাখি

চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তুপ
জাম, বট, কাঁঠালের, হিজলের, অশথের করে আছে চুপ
ফণীমনসার ঝোপে শটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে
মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে
এমনই হিজল-বট-তমালের নীল ছায়া
বাংলার অপরূপ রূপ দেখেছিল

বেহুলাও একদিন গাঙুড়ের জলে ভেলা নিয়ে
কৃষ্ণা-দ্বাদশীর জোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়
সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল
হায়, শ্যামার নরম গান শুনেছিল
একদিন অমরায় গিয়ে
ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়
বাংলার নদী-মাঠ-ভাঁটফুল
ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়



Credits
Writer(s): Jibananda Das
Lyrics powered by www.musixmatch.com

Link