Hote Paare Na (From "Bolo Dugga Maiki")

আমি আছি গল্প তোর সাথে
বুঝে নে
আমি আছি বৃষ্টি মাঝ রাতে
ভিজে নে

আমি আছি গল্প তোর সাথে
বুঝে নে
আমি আছি বৃষ্টি মাঝ রাতে
ভিজে নে
আমি আছি আয়না হয়ে তোর
দেখে নে
আমি আছি এক মুঠো আদর
মেখে নে
তোর কারণে শিখেছি গান আমি
তোর আলোতে করেছি স্নান
তোর পাশেতে লিখেছি নাম আমার
তোর শহরে রেখেছি পা

হতে পারে না
কোন গল্প তোকে ছাড়া ছাড়া
হতে পারে না
কোনো ইচ্ছে তোকে ছাড়া
হতে পারে না
কোন গল্প তোকে ছাড়া ছাড়া
হতে পারে না
কোনো শব্দ তোকে ছাড়া

যাচ্ছে চলে মন যত দূরে
হচ্ছে মনে তুই সব দিকে
তিন-সত্যি করে বল আজ আমাকে
দেখিস বুঝিস এই নজরে
তোর কারণে শিখেছি গান আমি
তোর আলোতে করেছি স্নান
তোর পাশেতে লিখেছি নাম আমার
তোর শহরে রেখেছি পা

হতে পারে না
কোন গল্প তোকে ছাড়া ছাড়া
হতে পারে না
কোনো ইচ্ছে তোকে ছাড়া
হতে পারে না
কোন গল্প তোকে ছাড়া ছাড়া
হতে পারে না
কোনো শব্দ তোকে ছাড়া

থাকছে সাথে তোর আমি জানি
এই লাজুক দু নজর সারাদিন
পড়ছি হয়ে চুপ পথে মানি
আর চাইছি যাতে তুই সাড়া দিস
তোর কারণে শিখেছি গান আমি
তোর আলোতে করেছি স্নান
তোর পাশেতে লিখেছি নাম আমার
তোর শহরে রেখেছি পা

হতে পারে না
কোন গল্প তোকে ছাড়া ছাড়া
হতে পারে না
কোনো ইচ্ছে তোকে ছাড়া
হতে পারে না
কোন গল্প তোকে ছাড়া ছাড়া
হতে পারে না
কোনো শব্দ তোকে ছাড়া



Credits
Writer(s): Prasen, Arindom Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link