Asatoma Sadgamaya

অসতো মা সদ্ গময়
তমসো মা জ্যোতির্গময়
মৃত্যোর্মামৃতং গময়
শান্তি শান্তি ওম
শান্তি ওম শান্তি ওম
হরি ওম তৎসৎ
শান্তি ওম শান্তি ওম
হরি ওম তৎসৎ

দেখো আলোয় আলো আকাশ
দেখো আকাশ তারায় ভরা
দেখো যাওয়ার পথের পাশে
ছোটে হাওয়া পাগল-পারা
এত আনন্দ আয়োজন
সবই বৃথা আমায় ছাড়া

ভরে থাকুক আমার মুঠো
দুই চোখে থাকুক ধারা
এলো সময় রাজার মতো
হলো কাজের হিসেব সারা

বলে, "আয় রে ছুটে আয় রে ত্বরা"
"হেথা নাইকো মৃত্যু নাইকো জরা"
বলে, "আয় রে ছুটে আয় রে ত্বরা"
"হেথা নাইকো মৃত্যু নাইকো জরা"

অসতো মা সদ্ গময়
তমসো মা জ্যোতির্গময়
মৃত্যোর্মামৃতং গময়
শান্তি শান্তি ওম
শান্তি ওম শান্তি ওম
হরি ওম তৎসৎ
শান্তি ওম শান্তি ওম
হরি ওম তৎসৎ

দেখো আলোয় আলো আকাশ
দেখো আকাশ তারায় ভরা
দেখো যাওয়ার পথের পাশে
ছোটে হাওয়া পাগল-পারা
এত আনন্দ আয়োজন
সবই বৃথা আমায় ছাড়া

ভরে থাকুক আমার মুঠো
দুই চোখে থাকুক ধারা
এলো সময় রাজার মতো
হলো কাজের হিসেব সারা
সারা



Credits
Writer(s): Indraadip Dasgupta, Srijato
Lyrics powered by www.musixmatch.com

Link