O Amar Ural Ponkhire

ও আমার উড়াল পঙ্খী রে
যা, যা, তুই উড়াল দিয়া যা
আমি থাকবো মাটির ভরে
আমার চোক্ষে বৃষ্টি পড়ে
আমি থাকবো মাটির ভরে
আমার চোক্ষে বৃষ্টি পড়ে
তোর হইবে মেঘের উপরে বাসা
ও আমার উড়াল পঙ্খী রে
যা, যা, তুই উড়াল দিয়া যা

আমার মনে বেজায় কষ্ট
আমার মনে বেজায় কষ্ট
সেই কষ্ট হইলো পষ্ট
আমার মনে বেজায় কষ্ট
সেই কষ্ট হইলো পষ্ট
দুই চোক্ষে ভর করিলো আঁধার নিরাশা
তোর হইলো মেঘের উপরে বাসা
ও আমার উড়াল পঙ্খী রে
যা, যা, তুই উড়াল দিয়া যা

মেঘবতী মেঘকুমারী, মেঘের উপরে থাকো
সুখ-দুঃখ দুই বইনেরে কোলের উপরে রাখো
মেঘবতী মেঘকুমারী, মেঘের উপরে থাকো
সুখ-দুঃখ দুই বইনেরে কোলের উপরে রাখো
মাঝে-মইধ্যে কান্দন করা, মাঝে-মইধ্যে হাসা
মেঘবতী আজ নিয়াছে মেঘের উপরে বাসা

ও আমার উড়াল পঙ্খী রে
যা, যা, তুই উড়াল দিয়া যা
আমি থাকবো মাটির ভরে
আমার চোক্ষে বৃষ্টি পড়ে
আমি থাকবো মাটির ভরে
আমার চোক্ষে বৃষ্টি পড়ে
তোর হইবে মেঘের উপরে বাসা

ও আমার উড়াল পঙ্খী রে
যা, যা, তুই উড়াল দিয়া যা
ও আমার উড়াল পঙ্খী রে
যা, যা, তুই উড়াল দিয়া যা
ও আমার উড়াল পঙ্খী রে
যা, যা, তুই উড়াল দিয়া যা



Credits
Writer(s): Humayun Ahmed, Maksud Jamil Mintu
Lyrics powered by www.musixmatch.com

Link