Path

তার ষাট বছরের সঙ্গীত রচনার তিনটি যুগ
প্রথম যুগে অনুসরণ, দ্বিতীয় ও তৃতীয় ধাপে নিরীক্ষা থেকে নির্মাণ
গীতাঞ্জলী, গীতিমাল্যের আমলে নতুন তালে গান রচনা
কখনো কবিতায় সুর সংযোজন
কখনো আবার প্রাদেশিক বা শাস্ত্রীয়-আধারে কাব্য প্রতিমার অন্বেষণ
আর আছে লোকায়ত রসের ভিয়েনে সুনিবিড় উন্মোচন

আপনাকে জানা তাই ফুরোতেই চায় না
এরই মাঝে গান গেয়ে তরী বাওয়া
বিচিত্রের দূত তিনি
জীবনের ছায়া-আলোতে যে রাগিনী নিরন্তর বেজে চলে
তার পথ চাওয়াতেই অপার আনন্দ
বর্ষায়-বসন্তে একই পেয়ালায় ভিন্ন স্বাদ
নবতর সুধা পান



Credits
Writer(s): Marvin Pierce, Le Roy Bonner, Walter Morrison, Norman Napier, Andrew Noland, Marshall Jones, Ralph Middlebrooks, Gregory Allen Webster, Alvaughn Jackson, Angelica Strong, Nicole Miller
Lyrics powered by www.musixmatch.com

Link