Palash Aar Krishnachura

পলাশ আর কৃষ্ণচূড়ায়
আগুন জ্বেলে ফাগুন বেলা
রঙে রঙে রাঙিয়ে তুলি
আমি কস্তুরী সে মৃগের মতো
নিজের গন্ধে নিজেই ভুলি

পলাশ আর কৃষ্ণচূড়ায়
আগুন জ্বেলে ফাগুন বেলা
রঙে রঙে রাঙিয়ে তুলি
আমি কস্তুরী সে মৃগের মতো
নিজের গন্ধে নিজেই ভুলি
আমি কস্তুরী সে মৃগের মতো
নিজের গন্ধে নিজেই ভুলি
পলাশ আর কৃষ্ণচূড়ায় আমি

কভু আমি মনের ভুলে
কভু আমি মনের ভুলে
থাকি না গো একই কুলে
জানি না কোন সে ফুলে
অকারণে পাঁপড়ি খুলে

রঙে রঙে রাঙিয়ে তুলি
আমি কস্তুরী সে মৃগের মতো
নিজের গন্ধে নিজেই ভুলি
পলাশ আর কৃষ্ণচূড়ায় আমি

যে আমায় আপন ভেবে
স্বপ্নে হৃদয় রঙ্গিন করে
যে আমায় আপন ভেবে
স্বপ্নে হৃদয় রঙ্গিন করে
প্রজাপতির মতো সে যে উড়ে মরে

মায়াবিনী এই যে নেশা
মায়াবিনী এই যে নেশা
কালিয়ার আলোয় নেশা
জানি না কোন আবেশে
ময়ূরের মতোই দুলি

রঙে রঙে রাঙিয়ে তুলি
আমি কস্তুরী সে মৃগের মতো
নিজের গন্ধে নিজেই ভুলি
পলাশ আর কৃষ্ণচূড়ায়
আগুন জ্বেলে ফাগুন বেলা
রঙে রঙে রাঙিয়ে তুলি



Credits
Writer(s): Robin Chatterjee, Gouri Prasanna Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link