Nagarik Kabiyal

আমি নাগরিক কবিয়াল, করি গানের ধর্ম পালন
আমি নাগরিক কবিয়াল, করি গানের ধর্ম পালন
সকলে ভাবছে লিখছে সুমন, আসলে লিখছে লালন
আমি নাগরিক কবিয়াল, করি গানের ধর্ম পালন
সকলে ভাবছে লিখছে সুমন, আসলে লিখছে লালন
আমি নাগরিক কবিয়াল, করি গানের ধর্ম পালন

আমার গানের আনাচে কানাচে কন্ঠী বদলে বোষ্টমি আছে
আমার গানের আনাচে কানাচে কন্ঠী বদলে বোষ্টমি আছে
তার পিরিতে ডুবলো আমার গিটারের আস্ফালন

আমি নাগরিক কবিয়াল, করি গানের ধর্ম পালন
আমি নাগরিক কবিয়াল, করি গানের ধর্ম পালন

সামলে রাখিস বোষ্টমী তোর, বুকের মধ্যে আমার পাঁজর
সামলে রাখিস বোষ্টমী তোর, বুকের মধ্যে আমার পাঁজর
তোর দরিয়ায় ফাঁসলো গানের পাগলামি আস্ফালন

আমি নাগরিক কবিয়াল, করি গানের ধর্ম পালন
আমি নাগরিক কবিয়াল, করি গানের ধর্ম পালন

মানুষ আমার সাধন গুরু, সেই মোকামেই যাত্রা শুরু
মানুষ আমার সাধন গুরু, সেই মোকামেই যাত্রা শুরু
চলনে গান সঙ্গে থাকে, বলনে আস্ফালন

নড়ছে চড়ছে মাথার মধ্যে, খানিক গদ্যে খানিক পদ্যে
নড়ছে চড়ছে মাথার মধ্যে, খানিক গদ্যে খানিক পদ্যে
কয় রে কথা, দেয় না দেখা নাছোড়বান্দা লালন

আমি নাগরিক কবিয়াল, করি গানের ধর্ম পালন
আমি নাগরিক কবিয়াল, করি গানের ধর্ম পালন
সকলে ভাবছে লিখছে সুমন, আসলে লিখছে লালন
আমি নাগরিক কবিয়াল, করি গানের ধর্ম পালন
আমি নাগরিক কবিয়াল, করি গানের ধর্ম পালন

আমি নাগরিক কবিয়াল, করি গানের ধর্ম পালন
আমি নাগরিক কবিয়াল, করি গানের ধর্ম পালন



Credits
Writer(s): Suman Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link