Ekta Thalay Charte Ruti, Pt. 2 (Live)

আমাদের নাকের ডগা দিয়ে না হোক, কিছুটা দূর দিয়ে
অথচ আমাদের বুকের উপর দিয়ে যুদ্ধ হচ্ছে তো হচ্ছেই
প্রথমে ইরাক, তারপর সিরিয়া, তারপর ইরান, তারপর উত্তর কোরিয়া
এর মাঝখানে এই বিশ্ববাবু-বিবিরা
কোথাও না কোথাও ভারত আর পাকিস্তানের মধ্যে
একটু লাগিয়ে দিতে পারলে তো বেঁচে যান
আর তার মাঝখানে অবশ্য পণ্যগুলো বিক্রিই হবে

একটা থালায় চারটে রুটি, একটু আচার, একটু ডাল
একই থালায় দু'জন খাবে, যুদ্ধ হয়তো আসছে কাল
একটা থালায় চারটে রুটি, একটু আচার, একটু ডাল
একই থালায় দু'জন খাবে, যুদ্ধ হয়ত আসছে কাল

একটা মাঠে দু'জন সেপাই দেশবিভাগের সীমান্তে
দু'জন আছে দুই দিকে, আর বন্ধু তারা অজান্তে
একটা মাঠে দু'জন সেপাই দেশবিভাগের সীমান্তে
দু'জন আছে দুই দিকে, আর বন্ধু তারা অজান্তে

তারা এ দেশ ভাগ করেনি, দেয়নি কোথাও খড়ির দাগ
নেতারা সব ঝগড়া করেন, জলে কুমির, ড্যাঙায় বাঘ
তারা এ দেশ ভাগ করেনি, দেয়নি কোথাও খড়ির দাগ
নেতারা সব ঝগড়া করেন, জলে কুমির, ড্যাঙায় বাঘ

ঝগড়া থাকে আড়াল করে লাভের মাটি, লাভের গুড়
সীমান্তে দুই দেশের সেপাই দেশপ্রেমের দিনমজুর
দুই কাঁধে দুই বন্দুক, আর বুলেট বেশি, খাবার কম
রাজধানীতে হিসেব কষে এদের নেতা, ওদের যম

যমের বাড়ি কাছেই আছে, অনেক দূরে নিজের ঘর
দেশপ্রেমের নজির হলো এই চিতা আর ওই কবর
যমের বাড়ি কাছেই আছে, অনেক দূরে নিজের ঘর
দেশপ্রেমের নজির হলো এই চিতা আর ওই কবর

খিদের কিন্তু সীমান্ত নেই, নেই চিতা, নেই কবরটাও
যুদ্ধটাকে চিতায় তোলো, যুদ্ধটাকেই কবর দাও
খিদের কিন্তু সীমান্ত নেই, নেই চিতা, নেই কবরটাও
যুদ্ধটাকে চিতায় তোলো, যুদ্ধটাকেই কবর দাও



Credits
Writer(s): Kabir Suman
Lyrics powered by www.musixmatch.com

Link