Pratidhwani Shuni

মোর গায়ের সীমানায় পাহাড়ের ও পাড়ে

নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি
প্রতিধ্বনি শুনি আমি প্রতিধ্বনি শুনি

কান পেতে শুনি আমি, বুঝিতে না পারি
চোখ মেলে দেখি আমি, দেখিতে না পারি
চোখ বুজে ভাবি আমি, ধরিতে না পারি
হাজার পাহাড় আমি ডিঙ্গোতে না পারি

নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি
প্রতিধ্বনি শুনি আমি প্রতিধ্বনি শুনি

হতে পারে কোনও যুবতির শোকভরা কথা
হতে পারে কোনও ঠাকুমার রাতের রূপকথা
হতে পারে কোনও কৃষকের বুকভরা ব্যথা
চেনাচেনা সুরটিকে কিছুতে না চিনি

নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি
প্রতিধ্বনি শুনি আমি প্রতিধ্বনি শুনি

শেষ হলো কোনও যুবতির শোকভরা কথা
শেষ হলো কোনও ঠাকুমার বলা রূপকথা
শেষ হলো কোনও কৃষকের বুকভরা ব্যথা
চেনাচেনা সুরটিকে কিছুতে না চিনি

নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি
প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি

মোর কালো চুলে সকালের সোনালি রোদ পড়ে
চোখের পাতায় লেগে থাকা কুয়াশা যায় সরে
জেগে উঠা মানুষের হাজার চিৎকারে
আকাশছোঁয়া অনেক বাধার পাহাড় ভেঙে পড়ে
আকাশছোঁয়া অনেক বাধার পাহাড় ভেঙে পড়ে
মানব সাগরের কোলাহল শুনি
নতুন দিনের যেন পদধ্বনি শুনি
পদধ্বনি শুনি, পদধ্বনি শুনি

মোর গায়ের সীমানায় পাহাড়ের ও পাড়ে
নতুন দিনের যেন পদধ্বনি শুনি
প্রতিধ্বনি শুনি
প্রতিধ্বনি শুনি আমি প্রতিধ্বনি শুনি



Credits
Writer(s): Bhupen Hazarika
Lyrics powered by www.musixmatch.com

Link