Ghare Achhe Telephone

ঘরে আছে telephone, মনের ঘরে আছে মন
তবুও যে তারে-তারে কথা হইলো না
ঘরে আছে telephone, মনের ঘরে আছে মন
তবুও যে তারে-তারে কথা হইলো না
তবুও যে তারে-তারে কথা হইলো না

Line-টা হয়তো খারাপ, নয়তো ছিল ভালো
ভালোবাসার wrong number-এ শুধু বেজেই গেল
Line-টা হয়তো খারাপ, নয়তো ছিল ভালো
ভালোবাসার wrong number-এ শুধু বেজেই গেল

তাই মিঠা সুরে কেউ তো কখন hello কইলো না
তবুও যে তারে-তারে কথা হইলো না
মিঠা সুরে কেউ তো কখন hello কইলো না
তবুও যে তারে-তারে কথা হইলো না

ঘরে আছে telephone, মনের ঘরে আছে মন
তবুও যে তারে-তারে কথা হইলো না
তবুও যে তারে-তারে কথা হইলো না

যে তারে জীবন বাঁধা, সদা যে সে তারে
কে বলে নিত্য কথা, কেমনে ধরি তারে?
যে তারে জীবন বাঁধা, সদা যে সে তারে
কে বলে নিত্য কথা, কেমনে ধরি তারে?

জীবনটা ঘড়ির কাঁটায় দমে দমে চলে
কার phone কে বা করে, জানবে দম ফুরালে
জীবনটা ঘড়ির কাঁটায় দমে দমে চলে
কার phone কে বা করে, জানবে দম ফুরালে

ওরে, ভবে এসে ভাবের তারটা জোড়া হইলো না
তবুও যে তারে-তারে কথা হইলো না
এই ভবে এসে ভাবের তারটা জোড়া হইলো না
তবুও যে তারে-তারে কথা হইলো না

ঘরে আছে telephone, মনের ঘরে আছে মন
তবুও যে তারে-তারে কথা হইলো না
ঘরে আছে telephone, মনের ঘরে আছে মন
তবুও যে তারে-তারে কথা হইলো না
তবুও যে তারে-তারে কথা হইলো না
তবুও যে তারে-তারে কথা হইলো না



Credits
Writer(s): Manoj Thakur
Lyrics powered by www.musixmatch.com

Link