Aasi Ta Ta Abar Dekha Habe

বাসের তলায় চাপা পড়া লোকটা
বাসের তলায় চাপা পড়া লোকটা
রক্তের স্রোত থেকে শেষ লেখা দেখে
আসি, ta-ta, আবার দেখা হবে
আসি, ta-ta, আবার দেখা হবে

বাসের তলায় চাপা পড়া লোকটা
বাসের তলায় চাপা পড়া লোকটা
রক্তের স্রোত থেকে শেষ লেখা দেখে
আসি, ta-ta, আবার দেখা হবে
আসি, ta-ta, আবার দেখা হবে

প্রতি বছরের শুভ সূচনায়
Budget-এর মন্ত্রী বহু যাতনায়
প্রতি বছরের শুভ সূচনায়
Budget-এর মন্ত্রী বহু যাতনায়
মাড়াই যন্ত্রে পিষ্ট হতে হতে
শেষমেশ দেখে সেই অমোঘ লিখন

আসি, ta-ta, আবার দেখা হবে
আসি, ta-ta, আবার দেখা হবে

প্রতি পাঁচ বছরের শেষে দরদী যত গান
আশার ঝিলিক নিয়ে হরেক নিশান
প্রতি পাঁচ বছরের শেষে দরদী যত গান
আশার ঝিলিক নিয়ে হরেক নিশান
প্রতিশ্রুতির স্রোতে জীবনের খয়রাতে
প্রতিশ্রুতির স্রোতে জীবনের খয়রাতে
ঘোলা ঘোলা চোখ দেখে দেয়াল লিখন

আসি, ta-ta, আবার দেখা হবে
আসি, ta-ta, আবার দেখা হবে

অনেকটা পথ পার হয়ে গিয়ে
পড়ন্ত বিকালের শেষ রোদ্দুরে
পুরোনো কাসুন্দি ঘাঁটতে ঘাঁটতে দেখে
চেনা জীবনের মুচকি হাসি

আসি, ta-ta, আবার দেখা হবে
আসি, ta-ta, আবার দেখা হবে

বাসের তলায় চাপা পড়া লোকটা
বাসের তলায় চাপা পড়া লোকটা
রক্তের স্রোত থেকে শেষ লেখা দেখে
আসি, ta-ta, আবার দেখা হবে
আসি, ta-ta, আবার দেখা হবে

আসি, ta-ta, আবার দেখা হবে
আসি, ta-ta, আবার দেখা হবে
আসি, ta-ta, আবার দেখা হবে
আসি, ta-ta, আবার দেখা হবে



Credits
Writer(s): Samir Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link