Chirodin (Recitation)

আমি যেন বলি, আর তুমি যেন শোনো
জীবনে জীবনে তার শেষ নেই কোনো
দিনের কাহিনী কত, রাত চন্দ্রাবলী
মেঘ হয়, আলো হয়, কথা যাই বলি
ঘাস ফোটে, ধান ওঠে, তারা জ্বলে রাতে
গ্রাম থেকে পাড়ি ভাঙে নদীর আঘাতে
দুঃখের আবর্তে নৌকো ডোবে, ঝড় নামে
নূতন প্রাণের বার্তা জাগে গ্রামে গ্রামে
নীলান্ত আকাশে শেষ পাইনি কখনো
আমি যেন বলি, আর তুমি যেন শোনো

তুমি যেন বলো, আর আমি যেন শুনি
প্রহরে প্রহরে যায় কল্পজাল বুনি
কুমুদ কহ্লার ভাসে থৈ থৈ জলে
কোথা মাঠ ফেটে যায় মারীর অনলে
আঙিনায় শিশু খেলে, ফুলে ধরে মৌ
তুলসীতলায় দীপ জ্বালে মেজো বৌ
সানাই বাজানো রাতে হঠাৎ জনতা
বিয়ে ভেঙে মালা ছিঁড়ে ছড়ায় মত্ততা
মানুষের প্রাণে তবু অনন্ত ফাল্গুনী
তুমি যেন বলো, আর আমি যেন শুনি



Credits
Writer(s): Amiya Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link