Pash Katiye Jete Pare

পাশ কাটিয়ে যেতে পারে
পাশ কাটিয়ে যেতে পারে
ভুলো মনের অন্ধকারে
বারে বারে পরিস্থিতির দায়

পাশ কাটিয়ে যেতে পারে
ভুলো মনের অন্ধকারে
বারে বারে পরিস্থিতির দায়

এই বিষয়ে ব্যাখ্যা দিলে
একটুখানি হয়তো মিলে
শীতের কাঁপন চাদর কিনেও
কেউ দিলো না গায়
শীতের কাঁপন চাদর কিনেও
কেউ দিলো না গায়

সন্ধি যখন বন্দী হয়ে
যুক্তি বরফ গলে
দু'চোখ বুজে এগিয়ে যাওয়া
চুক্তি-কথার ফলে

সন্ধি যখন বন্দী হয়ে
যুক্তি বরফ গলে
দু'চোখ বুজে এগিয়ে যাওয়া
চুক্তি-কথার ফলে

তোমার সাথে, তোমার সাথে
তোমার সাথে কয়টা সিঁড়ি
কয়টা গোনা ধাপ
তোমার সাথে কয়টা সিঁড়ি
কয়টা গোনা ধাপ
কোন আবেগের নকশা এঁকে
না বোঝাতেই ঝাঁপ

পাশ কাটিয়ে যেতে পারে
ভুলো মনের অন্ধকারে
বারে বারে পরিস্থিতির দায়

একটু আঘাত, দুর্ঘটনা
টুকরো আবার জোড়া
শূন্য ঘরের চেহারাটা
রঙ কাগজে মোড়া

একটু আঘাত, দুর্ঘটনা
টুকরো আবার জোড়া
শুন্য ঘরের চেহারাটা
রঙ কাগজে মোড়া

পাশ কাটানো স্বভাবে
তাই সূক্ষ্ম সুতোর টান
পাশ কাটানো স্বভাবে তাই
সূক্ষ্ম সুতোর টান
হিসেবগুলো পরখ করেও
পায় না পরিমাণ

পাশ কাটিয়ে যেতে পারে
ভুলো মনের অন্ধকারে
বারে বারে পরিস্থিতির দায়

এই বিষয়ে ব্যাখ্যা দিলে
একটুখানি হয়তো মিলে
শীতের কাঁপন চাদর কিনেও
কেউ দিলো না গায়
শীতের কাঁপন চাদর কিনেও
কেউ দিলো না গায়

শীতের কাঁপন চাদর কিনেও
কেউ দিলো না গায়
শীতের কাঁপন চাদর কিনেও
কেউ দিলো না গায়



Credits
Writer(s): Enamul Karim Nirjhar
Lyrics powered by www.musixmatch.com

Link