Monta Ahare

ছুটে চলে কুয়াশাতে,
কথা তার যেন টয় ট্রেন, পাহাড়ে।
খুব ভীড়ে একলা রাতে,
ছোঁয়া তার কাশ্মিরীসালের বাহারে।

হাত, বরাত, ছলাৎ, ছলনা,
রাগ, সোহাগ, পরাগ পেলো না, আহারে!
চুল, মাশুল সে ভুল ভাঙে নি,
তার যাওয়ার বেতার আনেনি আহারে!
মনটা আহারে!
মন কেমনের মোনতাজ মনটা আহারে।

রেডিওর কোনো সেটিয়া গানে,
লিপ দেয় ঠোট পিহার্বা তু কাহারে।
তোকে ছাড়া দিব্যি আমি,
নিজেকে বলা খুচরো মিথ্যে তাহারে!

মুখ, অমুক, তমুক কি কষ্ট
ঋণ, প্রাচীন সে চিন্তা স্পষ্ট আহারে।
মনটা আহারে!
মন, গহন সমন আসে নি,
অলির কথায় বকুল হাসে নি আহারে,
মনটা আহারে!
মন কেমনের মোনতাজ মনটা আহারে।

সব শেষ মেশ জীবনের লাষ্ট সীন-এ,
হিসেব নিকেশ হোক,
কোলে মাথা ছিলো কার আর মনে কার,
পান পাতা ঢাকা চোখ। - [ ২ বার ]

ক্ষীণ, কঠিন সতীন সে অংক
পোষ, অপসোসের আতংক, আহারে!
মনটা, আহারে!
তাই, দোরাই বোঝাই এ মনকে,
চল ফেরায় শেষবার সুজনকে, আহারে!
মনটা আহারে!
মন কেমনের মোনতাজ মনটা আহারে।

ছুটে চলে কুয়াশাতে,
কথা তার যেন টয় ট্রেন, পাহাড়ে।
খুব ভীড়ে একলা রাতে,
ছোঁয়া তার কাশ্মিরী সালে বাহারে।

হাত, বরাত, ছলাৎ, ছলনা,
রাগ, সোহাগ, পরাগ পেলো না, আহারে!
চুল, মাশুল সে ভুল ভাঙে নি,
তার যাওয়ার বেতার আনেনি আহারে!
মনটা আহারে!
মন কেমনের মোনতাজ মনটা আহারে।



Credits
Writer(s): Neel Dutt
Lyrics powered by www.musixmatch.com

Link