Bandhu

আকাশ টা আজ বড়ই নীল
আজ আমায় পিছু ডেকো না
যে রঙ তোমার চোখে সামিল
সে চোখ ভিজিয়ে দিয়ো না
বন্ধু তোমার আমি কার
অন্য দাবী রেখো না... ডেকো না!

বন্ধুত্বের হয়না পদবি,
বন্ধু তুমি কেঁদো না
বন্ধু সবুজ চিরদিন
বন্ধুত্বের বয়স বাড়ে না,
বন্ধু তোমার আমি তাই
আত্মীয়তায় বেঁধো না... কেঁদো না

হয়তো তোমার আনলায় থাকবে না আমার জামা
ঝুলবে না তোমার বারান্দায় আমার পাঞ্জাবী-পাজামা,
তবু মনের জানালায় থাকবে অবাদ আনা-গোনা... দুজনায়...

হঠাত চায়ের সুগন্ধে
হঠাত কোনো বইয়ের পাতায়
হঠাত মনের অনন্দে,
আপন মনে কবিতায়
হঠাত খুঁজে পাওয়া সুখ,
চার দেওয়াল এ বেঁধে রেখো না... ধরে রেখো না'

আকাশ হয়ে যাবে ফেকাশে
তবু সেখানে উড়বে আমাদের ঘুড়ি
উড়বে মনের আকাশে অনন্ত ছেলেমানুষি
সেই ছেলেমানুষিটাকে অন্য নামে ডেকো না... পিছু ডেকো না...

বন্ধুত্বের হয়না পদবি
বন্ধু তুমি কেঁদো না,
বন্ধু সবুজ চিরদিন
বন্ধুত্বের বয়স বাড়ে না
বন্ধু তোমার আমি কার
আত্মীয়তায় বেঁধো না... কেঁদো না.



Credits
Writer(s): Anjan Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link