Chhilo Chand Megher Paare

ছিল চাঁদ মেঘের পারে

ছিল চাঁদ মেঘের পারে
বিরহীর ব্যথা লয়ে
বাঁশরীর সুর হয়ে
কে গো আজ ডাকিল তারে
ছিল চাঁদ মেঘের পারে

ধরণীর ধূলি থেকে
চামেলি সে কহে ডেকে
ধরণীর ধূলি থেকে
চামেলি সে কহে ডেকে
"এসো, প্রিয়, প্রিয়, প্রিয়
আমারই দ্বারে"

ছিল চাঁদ মেঘের পারে

চাঁদ কহে, "সুদূরে আমি
মোর প্রেম জোছনা সে
কেঁদে মরে তব পাশে
ওগো ফুল, কেমনে নামি?"
চাঁদ কহে, "সুদূরে আমি"

চামেলি কহিল, "তবে
আমি যাই দূর নভে"
ঝরিল সে, ঝরিল, ঝরিল
পথের ধারে

ছিল চাঁদ মেঘের পারে
ছিল চাঁদ মেঘের পারে



Credits
Writer(s): Ajoy Bhattacharya, Himanshu Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link