Anekta Poth Periye

অনেকটা পথ পেরিয়ে দেখি
পথ চিনি তা না
একলা পথে চলতে শিখি
হাত বাড়ালেই ভয়
না না ধরবো না আর হাত
খুঁজবো না আর আশ্রয়
শালিক ডানায় রোদ্দুরের স্নান
ঝলসানো আর নয়
লোভের আগুন জড়িয়ে ধরে
প্রেমের অপচয়
আর কখনো নয়...
আর কখনো নয়...
ও... ও... হো... হো...
তোমার ঘরে অলস বিকেল
সূর্য নামে পাটে
আমি তখন দাড়িয়ে ছিলাম
সমুদ্র চৌকাঠে
পাতা এ যোজন পেরিয়ে দেখি
ওই পারে সে তুমি
আঁছড়ে পড়া জনউচ্ছাসে
ঝিনুক মরুভূমি
একলা বেলা ক্লান্ত পায়ে ভাসিয়ে সঞ্চার
ফিরছি যেনো চাঁদ সদাগর
সপ্তডিঙ্গা আ...
না না ধরবো না আর হাত
খুঁজবো না আর আশ্রয়
শালিক ডানায় রোদ্দুরের স্নান
ঝলসানো আর নয়
ঝলসানো আর নয়
আর কখনো নয়...
আর কখনো নয়...
আর কখনো নয়...
আর কখনো নয়...
ও... ও... হো... হো...



Credits
Writer(s): Upali Chattopadhyay, Sahana Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link