Jeremir Behala

চুপি-চুপি রাত নেমে এলে পরে, ভাঙা জানলার শার্সিটা খুলে যায়
কালি-ঝুলি মাখা ঘরটায়, কে যেন আবার হেঁটে চলে খালি পায়
মাঝে মাঝে লোডশেডিংয়ের রাতে বেজে ওঠে জেরেমির বেহালা

পাড়াপড়শিরা সব্বাই জানে আসে যায় সেই কালো সাহেবের ভূত, নাকি প্রেত
মরে গিয়ে বুড়ো হয়নি শান্ত, কে জানে কেন কিসের আক্ষেপ
তাই মাঝে মাঝে লোডশেডিংয়ের রাতে ফিরে ফিরে আসে বেহালার মাষ্টার

একদিন এই ঘরময় কত নিছক ছেলেমানুষি আড্ডা
উঠতো বেজে একসাথে কত কচি হাতের আনকোরা Sonata
হারানো সে সুর শুনতে চাইলে, বাজাতে চাইলে মনের বেহালাটা
চলে এসো তুমি Rawdon Street-এর কালি-ঝুলি মাখা পোড়ো বাড়িটায়

লোভী promoter হাসফাস করে, পায়নি খুঁজে বাড়িটার দলিল
কে জানে কবে কার নামে হয়ে গেছে mortgage, অসহায় উকিল
বানানো শুনানি কত হয়ে গেল, তবু বেড়ে চলে দেয়ালের আগাছা
বখাটে ছোকরা, ঠাট্টা, তামাশা, কত নিষিদ্ধ সাট্টার নেশা চলে
তবু সাহস করেনি কেউ এখনো গেট টপকাতে লোডশেডিং হলে
শুধু দূর থেকে শুনে যায় সব্বাই বুড়ো জেরেমির বেহালা

কে জানে কবে ভেঙে দিয়ে এই রঙিন শার্সি, পুরোনো কড়িকাঠ
বসবে বাজার-ব্যাংক, নিয়ন আলোয় দোকানপাট জমজমাট
তবু মন বলে, চলে যাবে না ফুরিয়ে কোনোদিন পুরোনো কলকাতায়
অলিগলি তুমি কান পেতে দেখো শুনতে পাবে জেরেমির বেহালা



Credits
Writer(s): Anjan Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link