Shesh Gachh

শেষ গাছটা কাটা হয়ে যাবে যখন
শেষ মাছটা যখন জালে পড়বে
শেষ জন্তুটা জবাই হয়ে গেলে তারপর
কী দিয়ে তুমি পেট ভরবে?

শেষ জঙ্গল কাটার উদ্যোগে
শেষ ঝর্ণাটা হয়ে গেলে চোট
খাবার জন্য শুধু থাকবে তােমার কাছে
কড়কড়ে টাকার নােট

হায় হায়, এ কী! শুধু কড়কড়ে টাকার নােট!
বলাে পেট ভরবে কি দিয়ে কড়কড়ে টাকার নােট?
হায় হায়, এ কী! শুধু কড়কড়ে টাকার নােট!
বলাে পেট ভরবে কি দিয়ে কড়কড়ে টাকার নােট?

শেষ যুদ্ধটা জেতা হয়ে যাবে যখন
শেষ পারমাণবিক সংকট
হয় খেতে হবে শুধু মরুভূমি
নয় কড়কড়ে টাকার নােট

কেউ খাবে এক টাকা, দু' টাকা
কেউ খেতে পাবে শুধু ৫০
যার আছে বেশি, খাও ৫০০
যার আছে কম, খাও দশ

হায় হায়, এ কী! শুধু কড়কড়ে টাকার নােট!
বলাে পেট ভরবে কি দিয়ে কড়কড়ে টাকার নােট?
হায় হায়, এ কী! শুধু কড়কড়ে টাকার নােট!
বলাে পেট ভরবে কি দিয়ে কড়কড়ে টাকার নােট?

খেতে হবে টাকা, শুধুই টাকা
শুকনাে টাকা, ধু ধু টাকা

টাকার সাগর, টাকার মাছ
টাকার পাহাড়, টাকার গাছ
যদি দেখো হঠাৎ সেই টাকার মরুতে
উঁকি মারছে ছােট্ট হলদে ফুল
জেনো সেটা তােমার নিজের বিভ্রান্তি
চোখের ভুল



Credits
Writer(s): Anjan Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link