Aasile Ke Go Bideshi

আসিলে কে গো বিদেশি
দাঁড়ালে মোর আঙিনাতে
আসিলে কে গো বিদেশি
আঁখিতে লয়ে আঁখিজল
আঁখিতে লয়ে আঁখিজল
লইয়া ফুল-মালা হাতে
আসিলে কে গো বিদেশি
আসিলে কে গো বিদেশি

জানি না, চিনি না তোমায়, কেমনে ঘরে দিব ঠাঁই
অমনি আসে তো সবাই
অমনি আসে তো সবাই হাতে ফুল, জল নয়নপাতে

আসিলে কে গো বিদেশি

কত সে প্রেম-পিয়াসি প্রাণ চাহিছে তোমার হাতের দান
কাঁদায়ে কত গুলিস্তান আমারে এলে কাঁদাতে
ফুলে আর ভোলে না মোর মন, গলে না নয়ন-জলে
ভুলিয়া জীবনে একদিন
ভুলিয়া জীবনে একদিন, আজিও জ্বলি জ্বালাতে

আসিলে কে গো বিদেশি

পাষাণের বুকে নদী বয়, যে পাষাণ সে পাষাণই রয়
ও শুধু প্রতারণা-ছল, নয়নে নীর, নিঠুর হৃদয়
আমারে মালারই মতন
আমারে মালারই মতন দলিবে নিশি-প্রভাতে

আসিলে কে গো বিদেশি
আসিলে কে গো বিদেশি



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link