Surya Asta Gache (Narration)

সূর্য অস্ত গেছে
অন্ধকার অবগুণ্ঠনের অন্তরালে
সন্ধ্যার সীমান্তের শেষ স্বর্ণলেখাটুকু
অন্তর্হিত হয়েছে
রাত্রিকাল আসন্ন

এ রজনীর অন্ধকার প্রত্যহ একবার করে
দিবালোকের স্বর্ণসিংহদ্বার মুক্ত করে
আমাদেরকে বিশ্বের অন্তঃপুরে এনে উপস্থিত করে
বিশ্বজননীর নিরাঞ্চলটি সকলের উপর টেনে দেয়
স্তব্ধ অন্ধকার আমাদের দেখা-শোনাকে শান্ত করে দেয়
নিঃশব্দ নিখিলের নিঃশ্বাস আমাদের গায়ে এসে লাগে
নিত্য জাগ্রত বিশ্বজননীর অনিমেষ দৃষ্টি
আমাদের শিয়রের কাছে জেগে থাকে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link