Bosiya Bijane Keno Eka Mone

কৃষ্ণনগরের নিকটবর্তী চাবড়ির বিলে
নৌকোয় বসেছিলেন কবি
তখন শেষ বিকেল, দূরে সারিবদ্ধ গৃহস্থ বধূরা
কাঁখে কলসি নিয়ে জল ভরতে চলেছে
অস্তগামী সূর্যের অপূর্ব লালিমায়
আদিগন্ত বিলের জল লাল
অপূর্ব স্বর্গীয় সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতি প্রেমিক কবি
সেই ছবিটিকে ধরে রাখলেন তার বিখ্যাত এই গজলে

বসিয়া বিজনে কেন একা মনে
পানিয়া ভরণে চলো লো গোরী
বসিয়া বিজনে কেন একা মনে
পানিয়া ভরণে চলো লো গোরী
চলো জলে চলো, কাঁদে বনতল
ডাকে ছলছল জল-লহরি
বসিয়া বিজনে

বেলা চলে যায় বলাকা পাখায়
বেলা চলে যায় বলাকা পাখায়
বেলা চলে যায় বলাকা পাখায়
বিহগের বুকে বিহগী লুকায়
কেঁদে চখা-চাখি মাগিছে বিদায়
বারোয়াঁর সুরে ঝুরে বাঁশরি

বেলা গেল বধূ, ডাকে ননদী
চলো জল নিতে যাবি লো যদি
কালো হয়ে আসে সুদূর নদী
কালো হয়ে আসে সুদূর নদী
নাগরিকা-সাজে সাজে নগরী

ওগো বে-দরদি, ও রাঙা পায়ে
মালা হয়ে কে গো গেল জড়ায়ে
তব সাথে কবি পড়িল দায়ে
পায়ে রাখি তারে না গলে পরি

বসিয়া বিজনে কেন একা মনে
পানিয়া ভরণে চলো লো গোরী



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link