Sesh Nahi Je

শেষ নাহি যে
শেষ কথা কে বলবে?
শেষ নাহি যে
শেষ কথা কে বলবে?
আঘাত হয়ে দেখা দিল
আগুন হয়ে
আগুন হয়ে জ্বলবে

শেষ নাহি যে
শেষ কথা কে বলবে?
শেষ নাহি যে
শেষ কথা কে বলবে?

সাঙ্গ হলে মেঘের পালা
শুরু হবে বৃষ্টি-ঢালা
সাঙ্গ হলে মেঘের পালা
শুরু হবে বৃষ্টি-ঢালা
বরফ-জমা সারা হলে
নদী হয়ে
নদী হয়ে গলবে

শেষ নাহি যে
শেষ কথা কে বলবে?
শেষ নাহি যে
শেষ কথা কে বলবে?
শেষ নাহি যে
শেষ কথা কে বলবে?

ফুরায় যা তা
ফুরায় শুধু চোখে
ফুরায় যা তা
ফুরায় শুধু চোখে

অন্ধকারের পেরিয়ে দুয়ার
যায় চলে আলোকে
পুরাতনের হৃদয় টুটে
আপনি নূতন উঠবে ফুটে
পুরাতনের হৃদয় টুটে
আপনি নূতন উঠবে ফুটে
জীবনে ফুল ফোটা হলে
মরণে ফল
মরণে ফল ফলবে

শেষ নাহি যে
শেষ কথা কে বলবে?
শেষ নাহি যে
শেষ কথা কে বলবে?
আঘাত হয়ে দেখা দিল
আগুন হয়ে
আগুন হয়ে জ্বলবে

শেষ নাহি যে
শেষ কথা কে বলবে?
শেষ নাহি যে
শেষ কথা কে বলবে?



Credits
Writer(s): Debajyoti Mishra, Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link