Megh Chhaye Sajal Baye

মেঘছায়ে সজল বায়ে মন আমার
উতলা করে সারাবেলা
উতলা করে সারাবেলা
কার লুপ্ত হাসি, সুপ্ত বেদনা হয় রে
মেঘছায়ে সজল বায়ে

কোন বসন্তের নিশীথে যে
বকুলমালাখানি পরালে
কোন বসন্তের নিশীথে যে
বকুলমালাখানি পরালে
তার দলগুলি গেছে ঝরে
তার দলগুলি গেছে ঝরে
শুধু গন্ধ ভাসে প্রাণে

মেঘছায়ে সজল বায়ে

জানি ফিরিবে না আর ফিরিবে না
জানি ফিরিবে না আর ফিরিবে না
জানি পথ তব গেছে সুদূরে
জানি ফিরিবে না আর ফিরিবে না

পারিলে না তবু পারিলে না
চিরশূন্য করিতে ভুবন মম
পারিলে না তবু পারিলে না
চিরশূন্য করিতে ভুবন

তুমি নিয়ে গেছ মোর বাঁশিখানি
তুমি নিয়ে গেছ মোর বাঁশিখানি
দিয়ে গেছ তোমার গান

মেঘছায়ে সজল বায়ে মন আমার
উতলা করে সারাবেলা
উতলা করে সারাবেলা
কার লুপ্ত হাসি, সুপ্ত বেদনা হয় রে
মেঘছায়ে সজল বায়ে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link