Ki Korili Moher Chhalane

কী করিলি মোহের ছলনে
কী করিলি মোহের ছলনে
গৃহ তেয়াগিয়া প্রবাসে ভ্রমিলি
গৃহ তেয়াগিয়া প্রবাসে ভ্রমিলি
পথ হারাইলি গহনে
কী করিলি মোহের ছলনে
কী করিলি মোহের ছলনে

ওই সময় চলে গেল, আঁধার হয়ে এল
সময় চলে গেল, আঁধার হয়ে এল
মেঘ ছাইল গগনে
শ্রান্ত দেহ আর চলিতে চাহে না
বিঁধিছে কন্টক চরণে

কী করিলি মোহের ছলনে

গৃহে ফিরে যেতে প্রাণ কাঁদিছে
গৃহে ফিরে যেতে প্রাণ কাঁদিছে
এখন ফিরিব কেমনে
"পথ বলে দাও, পথ বলে দাও"
কে জানে কারে ডাকি সঘনে

কী করিলি মোহের ছলনে
কী করিলি মোহের ছলনে

বন্ধু যাহারা ছিল সকলে চলে গেল
বন্ধু যাহারা ছিল সকলে চলে গেল
কে আর রহিল এ বনে
ওরে, জগতসখা আছে যা রে তাঁর কাছে
বেলা যে যায় মিছে রোদনে

কী করিলি মোহের ছলনে

দাঁড়ায়ে গৃহদ্বারে জননী ডাকিছে
দাঁড়ায়ে গৃহদ্বারে জননী ডাকিছে
আয় রে ধরি তাঁর চরণে
পথের ধূলি লেগে অন্ধ আঁখি মোর
মায়েরে দেখেও দেখিলি নে
কোথা গো কোথা তুমি জননী, কোথা তুমি
ডাকিছ কোথা হতে এ জনে
হাতে ধরিয়ে সাথে লয়ে চলো
হাতে ধরিয়ে সাথে লয়ে চলো
তোমার অমৃতভবনে

কী করিলি মোহের ছলনে
কী করিলি মোহের ছলনে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link