Mohasweata

ঐতো তিনি আশির বেশি
ভাবনায় নাচে দেহের পেশী
নটরাজ আজ কলম খোঁজেন
মহাশ্বেতাই লড়াই বোঝেন

ঐতো তিনি আশির বেশি
ভাবনায় নাচে দেহের পেশী
নটরাজ আজ কলম খোঁজেন
মহাশ্বেতাই লড়াই বোঝেন

নাচছে জীবন, নাচছে প্রলয়
নাচে প্রতিরোধ, এই তো সময়
ডাকে মুহূর্ত barricade-এ আয়
জমির লড়াই সকলকে চায়

নাচছে জীবন, নাচছে প্রলয়
নাচে প্রতিরোধ, এই তো সময়
ডাকে মুহূর্ত barricade-এ আয়
জমির লড়াই সকলকে চায়

তোমাকে চাইছে, আমাকেও চাই
জমির কসম, এসো গান গাই
সিঙ্গুর ভাঙ্গর নন্দীগ্রামে
প্রতিরোধ চলে জমির নামে

এমন সময় আসবে না আর
ডাক আসে শোনো মহাশ্বেতার
কী আর পেরেছি তাপসী মালিক
তুমি বাংলার দোয়েল-শালিক

পাখির কসম, কসম লড়াই
ডানা ঝাঁপটায় ছোট্ট চড়াই
বলছে আসুন মেধা পাটকর
আপনাকে চায় আমার গিটার

পাখির কসম, কসম লড়াই
ডানা ঝাঁপটায় ছোট্ট চড়াই
বলছে আসুন মেধা পাটকর
আপনাকে চায় আমার গিটার



Credits
Writer(s): Kabir Suman
Lyrics powered by www.musixmatch.com

Link