Nodi Bhora

নদী ভরা ঢেউ, বুঝনা তো কেউ
কেন তরী মিছে বাউরে।
ওরে পাগল, পাগল,...
ভরসা করি এই ভব কান্ডারি,
হালটি ধরিয়ে দাও দাও রে,
নদী ভরা ঢেউ, বুঝনা তো কেউ
কেন তরী মিছে বাউ বাউরে
ওরে পাগল, পাগল, পাগল...
বাইতে জাননা কেন ধর হাল,
বাইতে জাননা কেন ধর হাল(২),
মন মাঝিটা তোর হলো যে মাতাল,
বুঝিয়ে বল তারে, যেতে হবে পারে,
অবেলার বেলা পানে চাও চাও রে।
নদী ভরা ঢেউ, বুঝনা তো কেউ,
কেন মিছে তরী বাও বাও রে।
আ, আ, আ, আ, আ, আ, আ,, র.
বাইতে ছিল তরী পাগলা ভবা,
ভাংগা তরীতে জলে ডুবা ডুবা।
চুবানো খেয়ে ধরেছে পায়ে,
আ আ আ আ আ আ আর, চুবানো,
চুবানো খেয়ে,
চুবানো খেয়ে ধরেছে পায়ে,
ওহে কান্ডারী আমায় বাঁচাও বাঁচাও গো।



Credits
Writer(s): Paban Das Baul, Pagla Bhaba
Lyrics powered by www.musixmatch.com

Link