Chutche Jibon Uronchondi (From "Uronchondi")

ছুটছে জীবন উড়নচণ্ডী
নজরবন্দী থাকবো না
চারদেয়ালের সঙ্গে আমরা
কোন সন্ধি রাখবো না
ছুটবো হাওয়ার রাস্তা জুড়ে
মেলবো ডানা চলবো উড়ে
খিলখিলিয়ে হাসি পেলে
ঘোমটা দিয়ে ঢাকবো না
ছুটছে জীবন উড়নচণ্ডী, উড়নচণ্ডী
ছুটছে জীবন উড়নচণ্ডী, উড়নচণ্ডী

उड़ा के चल रे बबुआ
भुला दे जो भी कल हुआ
दिखा दे क्या है जीना

থাকবে লড়াই রোদের সঙ্গে
মুখ পোড়াতে চাই না কেউ
(উড়নচণ্ডী, উড়নচণ্ডী)
হাতের রেখায় হাই রে
তাই অন্য কোথাও যাইনা কেউ
(উড়নচণ্ডী, উড়নচণ্ডী)
বাঁচতে চাওয়া যেমন খুশি
ঠোঁটের কোণে ইচ্ছে পুষি
বাঁচতে চাওয়া যেমন খুশি
ঠোঁটের কোণে ইচ্ছে পুষি
ছেড়ে যদি যাও কো কোন
পিছন ফিরে ডাকবো না
পিছন ফিরে ডাকবো না

उड़ा के चल रे बबुआ
भुला दे जो भी कल हुआ
दिखा दे क्या है जीना

চলবে যে হাত জোর কদমে
হুকুম দিতে আসবে যে
দেখবো ভেবে তাঁর কথাটাও সত্যি ভালবাসবে যে
চলবে যে হাত জোর কদমে
হুকুম দিতে আসবে যে
দেখবো ভেবে তাঁর কথাটাও সত্যি ভালবাসবে যে
ধূ ধূ কথার ব্যস্ত ধুলো
উঠবে ফুটে ইচ্ছেগুলো
লিখবো দেয়াল মনের সুখে
আল্পনা আর আঁকবো না
ছুটছে জীবন উড়নচণ্ডী, উড়নচণ্ডী



Credits
Writer(s): Srijato Srijato, Debajyoti Mishra
Lyrics powered by www.musixmatch.com

Link