He Priyo Tomar Amar Majhe

হে প্রিয়, হে প্রিয়
তোমার আমার মাঝে
বিরহের পারাবার
কেমনে হইব পার
হে প্রিয়, হে প্রিয়
তোমার আমার মাঝে
বিরহের পারাবার
কেমনে হইব পার

নিশীথের চখা-চখির মতন
দুই কূলে থাকি কাঁদি, কাঁদি দুই জন
নিশীথের চখা-চখির মতন
দুই কূলে থাকি কাঁদি, কাঁদি দুই জন
আসিল না দিন, মোদের জীবনে অন্তহীন আঁধার
কেমনে হইব পার

হে প্রিয়, হে প্রিয়
তোমার আমার মাঝে
বিরহের পারাবার
কেমনে হইব পার

সেধেছিনু বুঝি বাদ
কাহার মিলনে
সে কোন জনমে
তাই মিটিল না সাধ
সেধেছিনু বুঝি বাদ
কাহার মিলনে
সে কোন জনমে
তাই মিটিল না সাধ

স্মৃতি তব ঝরা পালকের প্রায়
লুটায় মনের বালুচরে হায়
স্মৃতি তব ঝরা পালকের প্রায়
লুটায় মনের বালুচরে হায়
কোন সে প্রভাতে
কোন নবলোকে
মিলিব মোরা আবার
কেমনে হইব পার

হে প্রিয়, হে প্রিয়
তোমার আমার মাঝে
বিরহের পারাবার
কেমনে হইব পার
হে প্রিয়, হে প্রিয়
তোমার আমার মাঝে
বিরহের পারাবার
কেমনে হইব পার



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link