Jenechhi Jenechhi Tara

জেনেছি জেনেছি তারা
তুমি জানো ভোজের বাজি
জেনেছি জেনেছি তারা
তুমি জানো ভোজের বাজি

যে তোমায় যেভাবে ডাকে
তাতে তুমি হও, মা, রাজি

জেনেছি জেনেছি তারা

মগে বলে 'ফরাতারা'
'God' বলে ফিরিঙ্গি যারা
মগে বলে 'ফরাতারা'
'God' বলে ফিরিঙ্গি যারা

'খোদা' বলে ডাকে তোমায়
'খোদা' বলে ডাকে তোমায়
মোঘল পাঠান সৈয়দ কাজী

তুমি জানো ভোজের বাজি
জেনেছি জেনেছি তারা

শাক্তে বলে, "তুমি শক্তি"
শিব তুমি, শৈবে রতি
শনি বলে, "সূর্য তুমি"
বৈরাগী কয়, "রাধিকাজি"
গণপত বলে, "গণেশ"
যক্ষ বলে, "তুমি ধনেশ"
শিল্পী বলে, "বিশ্বকর্মা"
বদর বলে, "নায়ের মাঝি"

শ্রী রামদুলাল বলে
বাজি নয় এ যেন ফলে
শ্রী রামদুলাল বলে
বাজি নয় এ যেন ফলে
এক ব্রহ্ম দ্বিধা ভেবে
মন আমার হয়েছে পাজি

তুমি জানো ভোজের বাজি
জেনেছি জেনেছি তারা
তুমি জানো ভোজের বাজি
জেনেছি জেনেছি তারা



Credits
Writer(s): Prafulla Bhattacherjee, Ramdulal Nandy
Lyrics powered by www.musixmatch.com

Link