Bangladesh Tomari Jonno

আমার আছে বাহান্ন
আমার আছে একাত্তর
আমার আছে বাংলাদেশ
আমার আছে নবান্ন
আমার আছে মাটির সুর
আমার আছে বাংলাদেশ
আমার চোখে বিজয়েরই স্বপ্ন মাখা
আমার হাতে লাল সবুজের পতাকা
জন্মেছি এখানে আমি হয়েছি তাই ধন্য
বাংলাদেশ তোমারই জন্য
জন্মেছি এখানে আমি হয়েছি তাই ধন্য
বাংলাদেশ তোমারই জন্য

হাওয়া এসে যায় ছুঁয়ে ধানেরই খেতে
মন চায় বারেবারে হারিয়ে যেতে
মেঠো বাউলের চেনা গানে এই প্রানে
সেই ছবি আছে আঁকা
আমার চোখে বিজয়েরি স্বপ্ন মাখা
আমার হাতে লাল সবুজের পতাকা
জন্মেছি এখানে আমি, হয়েছি তাই ধন্য
বাংলাদেশ তোমারই জন্য
জন্মেছি এখানে আমি হয়েছি তাই ধন্য
বাংলাদেশ তোমারই জন্য

দেখি চেয়ে অপরুপা আমারি দেশে
বহু পথ ঘুরে নদী সাগরে মেশে
ভোরেরো শিশির ছুঁয়ে ছুঁয়ে এই পায়ে
নেই শুধু ভাললাগা
আমার চোখে বিজয়েরই স্বপ্ন মাখা
আমার হাতে লাল সবুজের পতাকা
জন্মেছি এখানে আমি হয়েছি তাই ধন্য
বাংলাদেশ তোমারই জন্য
জন্মেছি এখানে আমি হয়েছি তাই ধন্য
বাংলাদেশ তোমারই জন্য
জন্মেছি এখানে আমি হয়েছি তাই ধন্য
বাংলাদেশ তোমারই জন্য
জন্মেছি এখানে আমি হয়েছি তাই ধন্য
বাংলাদেশ তোমারই জন্য



Credits
Writer(s): Hridoy Khan, Kabir Bakul
Lyrics powered by www.musixmatch.com

Link