Hiya Zole Piyaar Dorode (From "100% Love")

জ্বলে রে
জ্বলে-রে
জ্বলেরে-
হিয়া জ্বলে পিয়ার দরদে।
(অনু, এই অনু, এখনও বসে আছিস?
তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়।
কাল খুব ভোরে কিন্তু দধিমঙ্গল শুরু হয়ে যাবে)
এমন পীড়া লাগবে ছেনে প্রেম পুকুরে নামতে চাইনি রে।
জীবনের এই সাতসকালে মনের মানুষ খুইতে চাইনি রে।
ওরে, পরাণ যদি দুইটা হয় রে একটি গেলে একটি রয় যে।
পরাণ যদি দুইটা হয় রে-
ও জ্বলে রে-
জ্বলে রে
জ্বলে রে-
হিয়া জ্বলে পিয়ার দরদে
হিয়া জ্বলে পিয়ার দরদে
(প্রেম যে বোবা প্রেম যে কালা
তাই প্রেমে এতো জ্বালা
এই জ্বালায় পরাণ কাঁদে রে।
প্রেম যে বোবা প্রেম যে কালা
তাই প্রেমে এতো জ্বালা
এই জ্বালায় পরাণ কাঁদে রে।(হিয়া জ্বলে পিয়ার দরদে))
কাছের মানুষ দোষী বলে
মনের ব্যথা বুঝে নাতো কেউ
জীবনের এই কারাগারে
আছাড় মারে প্রেম সাগরের ঢেউ
ওরে, পরাণ যদি দুইটা হয় রে একটি গেলে একটি রয় যে।
পরাণ যদি দুইটা হয় রে-
ও জ্বলে রে
জ্বলে রে
জ্বলে রে
হিয়া জ্বলে পিয়ার দরদে
হিয়া জ্বলে পিয়ার দরদে
(প্রেম যে বোবা প্রেম যে কালা
তাই প্রেমে এতো জ্বালা
এই জ্বালায় পরাণ কাঁদে রে)
প্রেম যে বোবা প্রেম যে কালা
তাই প্রেমে এতই জ্বালা
এই জ্বালায় পরাণ কাঁদে রে
(প্রেম যে বোবা প্রেম যে কালা
তাই প্রেমে এতো জ্বালা
এই জ্বালায় পরাণ কাঁদে রে)
হিয়া জ্বলে পিয়ার দরদে



Credits
Writer(s): Samidh Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link