Tumi Je Amar Kabita

তুমি যে আমার কবিতা
আমার বাঁশির রাগিণী
আমার স্বপন, আধো-জাগরণ
চিরদিন তোমারে চিনি
তুমি যে আমার কবিতা

আমি কে তোমার যদি জানতে
তবে কি আমায় কাছে টানতে?
আমি কে তোমার যদি জানতে
তবে কি আমায় কাছে টানতে?
হয়তো সুদূরে যেতে গো সরে
না, না, নয়নের নীলে তুমি যে ছিলে
ওগো মোর পল্লবিনী

তুমি যে আমার কবিতা
আমার বাঁশির রাগিণী
আমার স্বপন, আধো-জাগরণ
চিরদিন তোমারে চিনি
তুমি যে আমার কবিতা

যদি এ লগন আঁধারে ঢাকে
যদি নিভে দীপ পথের বাঁকে
যদি এ লগন আঁধারে ঢাকে
যদি নিভে দীপ পথের বাঁকে
তুমি যে আমার, বলবো আবার
তুমি যে আমার, বলবো আবার
চিরদিন তোমারে চিনি

তুমি যে আমার কবিতা
আমার বাঁশির রাগিণী
আমার স্বপন, আধো-জাগরণ
চিরদিন তোমারে চিনি
তুমি যে আমার কবিতা



Credits
Writer(s): Mahmud Un Nabi
Lyrics powered by www.musixmatch.com

Link