Tokhon Baje Barota

সুন্দরী রে, আয় করি রে তোর কাছে কবুল
মনেতে যা যা আছে আজ
কুলফি হয়ে জমেছে মনে টাটকা গোলাপ ফুল
দু'চোখে নবাবী মেজাজ

বড্ড রে selfish, কেন হাতছানি তুই দিস?
ছুঁতে গেলেই ছ্যাঁকা

তখন বাজে ১২টা, আমার বাজে ১২টা
তখন বাজে ১২টা, আমার বাজে ১২টা
তখন বাজে ১২টা, আমার বাজে ১২টা
তখন বাজে ১২টা, আমার বাজে ১২টা

মনটাকে কী করে সারাবো বল?
ঘায়েল সে হয়েছে তোরই জ্বালায়
আমাকে কি তুই হ্যাংলা ভাবিস?
পাগল হয়েছি তোরই খেলায়

এক পা এগোলেই তুই যাস পিছিয়ে যাস
ছুঁতে গেলেই ছ্যাঁকা

তখন বাজে ১২টা, আমার বাজে ১২টা
তখন বাজে ১২টা, আমার বাজে ১২টা
তখন বাজে ১২টা, আমার বাজে ১২টা
তখন বাজে ১২টা, আমার বাজে ১২টা

ফুলঝুরি ফুটেছে রঙবেরঙের
তাও কেন এখনো দেখলি না তুই?
বুক জুড়ে হয়েছে হাজার আওয়াজ
তাও কেন এখনো শুনলি না তুই?

বড্ড রে selfish, কেন হাতছানি তুই দিস?
ছুঁতে গেলেই ছ্যাঁকা

তখন বাজে ১২টা, আমার বাজে ১২টা
তখন বাজে ১২টা, আমার বাজে ১২টা
তখন বাজে ১২টা, আমার বাজে ১২টা
তখন বাজে ১২টা, আমার বাজে ১২টা



Credits
Writer(s): Prasen, Dev Sen
Lyrics powered by www.musixmatch.com

Link