Tomake Dekhe

তোমাকে দেখে এ দুটি চোখে
এঁকেছি প্রেমের আলপনা
তোমাকে দেখে ছোট্ট বুকে
লিখেছি সুখের ঠিকানা

খোলো না, মনের দরজা খোলো না
হারাবো ভালোবেসে আজ দু'জনা
খোলো না, মনের দরজা খোলো না
হারাবো ভালোবেসে আজ দু'জনা

তোমাকে দেখে এ দুটি চোখে
এঁকেছি প্রেমের আলপনা
তোমাকে দেখে ছোট্ট বুকে
লিখেছি সুখের ঠিকানা

খোলো না, মনের দরজা খোলো না
হারাবো ভালোবেসে আজ দু'জনা
খোলো না, মনের দরজা খোলো না
হারাবো ভালোবেসে আজ দু'জনা

ছুঁয়ে দেবো আমি সেই স্বপ্নচূড়া
যদি তুমি পাশে থাকো
অনুরাগে আবেগে এই দু'হাতে
যদি তুমি দু'হাত রাখো

ছুঁয়ে দেবো আমি সেই স্বপ্নচূড়া
যদি তুমি পাশে থাকো
অনুরাগে আবেগে এই দু'হাতে
যদি তুমি দু'হাত রাখো

খোলো না, মনের দরজা খোলো না
হারাবো ভালোবেসে আজ দু'জনা
খোলো না, মনের দরজা খোলো না
হারাবো ভালোবেসে আজ দু'জনা

বয়ে যাবে এ বুকে সুখের নদী
হয়ো তুমি তার মোহনা
তুমি যদি হয়ে যাও ফাল্গুনী রাত
আমি হয়ে যাবো জোছনা

বয়ে যাবে এ বুকে সুখের নদী
হয়ো তুমি তারই মোহনা
তুমি যদি হয়ে যাও ফাল্গুনী রাত
আমি হয়ে যাবো জোছনা

খোলো না, মনের দরজা খোলো না
হারাবো ভালোবেসে আজ দু'জনা
খোলো না, মনের দরজা খোলো না
হারাবো ভালোবেসে আজ দু'জনা

তোমাকে দেখে এ দুটি চোখে
এঁকেছি প্রেমের আলপনা
তোমাকে দেখে ছোট্ট বুকে
লিখেছি সুখের ঠিকানা

খোলো না, মনের দরজা খোলো না
হারাবো ভালোবেসে আজ দু'জনা
খোলো না, মনের দরজা খোলো না
হারাবো ভালোবেসে আজ দু'জনা



Credits
Writer(s): Pradip Kumar Saha
Lyrics powered by www.musixmatch.com

Link