Just for You

খুঁজে নিস্ আরেকটা মন
বেছে নিস্ নিজের মতন বাধা নেই
পিছু ডাকবোনা আর

ভালো থাকে যত জন্মেরই সুখ
খুঁজে পাক ভোরে যাক ভাঙা বুক আর নেই
ভয় ভেঙে যাওয়ার
আর ভুলে যাস যত আস
মিটলোনা এ জন্মের মতো
চাওয়া না পাওয়ার যত জ্বালা
যত আমার দেওয়া ক্ষত
যদি পারিস ক্ষমা করিস
চার দিনেরই আগাছা কে
ভয় নেই জড়াবো না আর
তোর জীবনে

Where ever you go
i love you so much
that one can't give you
in one life

থাকবো তোরি চিরকাল।।

If Any time you feel
you need to come back be sure
I will be there just for you

আজ সব নিমেষে অতীত
মিথ্যে ভাবা লাভ কি ক্ষতি হলো তোর
সামনে নতুন শুরু
কিছু পাশাপাশি কাটানো সময়
বুকে মাথা রেখে ভুলে যাওয়া ভয় ভুলে যাস
ভালো চাওয়া কারো

তবু কোনো দিন দিশাহীন,
তুই হঠাৎ ফিরে এলে
দেখবি এ বুক সেদিনও
ফাঁকা রাখা আছে যতনে
যত দূরে যাস সে আকাশ
ধরে রাখবে তোকে আমাকে
ফুল ফোটাবে স্মৃতি আমার
তোর জীবনে

Where ever you go
i love you so much
that one can't give you
in one life

থাকবো তোরি চিরকাল।।

If Any time you feel
you need to come back be sure
I will be there just for you

অসহায় আমি আমারই ভেতর,
জমে থাকা কত কথা করে হাতজোড়,
তারা হিজড়ে হিজড়ে টেনে নিয়ে
মন কে আমার ফেলে গিয়ে
স্মৃতি আমার স্মৃতির কাঠগড়ায়,
যত চেষ্টা করি
পারি কি তোকে ভুলে যেতে,
তোর সাথে স্বপ্ন যত
সাজিয়েছি এ দুহাতে,
জানি অনেক দোষ
অনেক ভুল ছিল আমার তবু,
End of the day
ছিলাম তো তোরি।

তবু কোনো দিন দিশাহীন,
তুই হঠাৎ ফিরে এলে
দেখবি এ বুক সেদিনও
ফাঁকা রাখা আছে যতনে
যত দূরে যাস সে আকাশ
ধরে রাখবে তোকে আমাকে
ফুল ফোটাবে স্মৃতি আমার
তোর জীবনে

Where ever you go
i love you so much
that one can't give you
in one life

থাকবো তোরি চিরকাল।।

If Any time you feel
you need to come back be sure
I will be there just for you

Where ever you go
i love you so much
that one can't give you
in one life

If Any time you feel
you need to come back be sure
I will be there just for you

Where ever you go
i love you so much
that one can't give you
in one life

If Any time you feel
you need to come back be sure
I will be there just for you



Credits
Writer(s): Tamal
Lyrics powered by www.musixmatch.com

Link