Mor Prathama Monero Mukul

মোর প্রথম মনের মুকুল
মোর প্রথম মনের মুকুল
ঝরে গেল হায় মনে মিলনেরই ক্ষণে
প্রথম মনের মুকুল
কপোতীর মিনতি কপোত শুনিল না
উড়ে গেল গহন-বনে

প্রথম মনের মুকুল
মোর প্রথম মনের মুকুল

দক্ষিণ সমীরণ কুসুম ফোটায় গো
আমারি কাননে ফুল কেন ঝরে যায় গো
দক্ষিণ সমীরণ কুসুম ফোটায় গো
আমারি কাননে ফুল কেন ঝরে যায় গো
জ্বলিল প্রদীপ সকলেরই ঘরে হায়
জ্বলিল প্রদীপ সকলেরই ঘরে হায়
নিভে গেল মোর দীপ গোধূলি লগনে

প্রথম মনের মুকুল
মোর প্রথম মনের মুকুল

বিফল অভিমানে কাঁদে বনমালা কণ্ঠ জড়ায়ে
কাঁদি ধূলি-পথে একা ছিন্ন-লতার প্রায় লুটায়ে লুটায়ে

দারুণ তিয়াসে এসে সাগর-মুখে
ঢলিয়া পড়িনু হায় বালুকারই বুকে
দারুণ তিয়াসে এসে সাগর-মুখে
ঢলিয়া পড়িনু হায় বালুকারই বুকে
ধোঁয়ারে মেঘ ভাবি ভুলিনু চাতকী
ধোঁয়ারে মেঘ ভাবি ভুলিনু চাতকী
জ্বলিয়া মরি গো বিরহ-দহনে

প্রথম মনের মুকুল
মোর প্রথম মনের মুকুল
ঝরে গেল হায় মনে মিলনেরই ক্ষণে
প্রথম মনের মুকুল
কপোতীর মিনতি কপোত শুনিল না
উড়ে গেল গহন-বনে

প্রথম মনের মুকুল
মোর প্রথম মনের মুকুল



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link