Agun Jwale Re

আগুন জ্বলে রে
নিভানের মানুষ নাই
কাইজ্যার বেলায় আছে মানুষ
মিলের বেলায় নাই, নাই
আগুন জ্বলে রে

আগুন জ্বলে রে
নিভানের মানুষ নাই
কাইজ্যার বেলায় আছে মানুষ
মিলের বেলায় নাই, নাই
আগুন জ্বলে রে

জ্বালাইলে যে জ্বলে আগুন
নিভানো যে দায়
ভাঙাচোরা সহজ কথা
গড়া বড়ো দায়

সারা জীবন দুঃখ সইয়া
বাঁধিলাম যে ঘর
কী জানি কী দোষে সে ঘর
পুইড়া হইলো ছাই, মাগো
আগুন জ্বলে রে

নিজেরে পোড়াইয়া, বিধি
আন্ধার ঘুচায়
কাঁটার ব্যথা বুকে রেখে
সুগন্ধ বিলায়

দুঃখের পাহাড় বুকে লইয়া
হাসিমুখে রই
যেমন সোনার মানুষ হায় রে
কোথায় খুঁইজা পাই, মাগো?
আগুন জ্বলে রে

আগুন জ্বলে রে
নিভানের মানুষ নাই
কাইজ্যার বেলায় আছে মানুষ
মিলের বেলায় নাই, নাই
আগুন জ্বলে রে



Credits
Writer(s): Anupam Dutta, Khan Ataur Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link