Ekti Duti Tara Kare Uthi Uthi

একটি-দুটি তারা করে উঠি উঠি
মনকে দিলাম ছুটি তাই গো
এই সন্ধ্যায়

একটি-দুটি ফুল করে ফুটি ফুটি
যেথায় খুশি মুঠি মুঠি পাই গো
সেথা মন ধায়
এই সন্ধ্যায়

তোমার আমার মাঝে রবে নীরবতা
মাঝে মাঝে শুধু একটি-দুটি কথা

সেই শুনে উলু দেবো
হলে নিশিগন্ধা
এই সন্ধ্যা

একটি-দুটি তারা করে উঠি উঠি
মনকে দিলাম ছুটি তাই গো
এই সন্ধ্যায়

প্রথম রাতের চাঁদ জেগে রবে দূরে
বাতাসের বাঁশি ভরে যাবে সুরে

সেই শুনে ঢুলুঢুলু
হবে আঁখি তন্দ্রায়
এই সন্ধ্যায়

একটি-দুটি তারা করে উঠি উঠি
মনকে দিলাম ছুটি তাই গো
এই সন্ধ্যায়

একটি-দুটি ফুল করে ফুটি ফুটি
যেথায় খুশি মুঠি মুঠি পাই গো
সেথা মন ধায়
এই সন্ধ্যায়



Credits
Writer(s): Nachiketa Ghosh, Gouri Prasanna Mazumdar
Lyrics powered by www.musixmatch.com

Link