Maner Asha Bhalobasa

মনের আশা ভালোবাসা খুন করে হায়
মনের আশা ভালোবাসা খুন করে হায়
খুনি বহাল তবিয়তে পথে ঘুরে বেড়ায় হায় রে হায়
মনের আশা ভালোবাসা খুন করে হায়
মনের আশা ভালোবাসা খুন করে হায়

কোথায় পুলিশ? কোথায় থানা?
সেই হাজতের কোন ঠিকানা?
কোথায় পুলিশ? কোথায় থানা?
সেই হাজতের কোন ঠিকানা?
কোন দারোগা নেয় সে দোষের কবুল কঠিন জেরায়

মনের আশা ভালোবাসা খুন করে হায়
মনের আশা ভালোবাসা খুন করে হায়

ভালোবাসা হয় তো দু'জনায়
সাক্ষী-সাবূদ রেখে সে প্রেম করে কে কোথায়
ভালোবাসা হয় তো দু'জনায়
সাক্ষী-সাবূদ রেখে সে প্রেম করে কে কোথায়
হুকুম দেবার হাকিম যিনি দোষ খুঁজে তার না পান তিনি
হুকুম দেবার হাকিম যিনি দোষ খুঁজে তার না পান তিনি
সবার চোখে ধুলো দিয়ে আসামী দায় এড়ায়

মনের আশা ভালোবাসা খুন করে হায়
মনের আশা ভালোবাসা খুন করে হায়
খুনি বহাল তবিয়তে পথে ঘুরে বেড়ায় হায় রে হায়
মনের আশা ভালোবাসা খুন করে হায়
মনের আশা ভালোবাসা খুন করে হায়



Credits
Writer(s): Bhushan Dua
Lyrics powered by www.musixmatch.com

Link