Amar Hridoye

আমার হৃদয়
তোমার আপন হাতের দোলে
দোলাও দোলাও দোলাও
আমার হৃদয়
কে আমারে কী যে বলে
কে আমারে কী যে বলে
ভোলাও ভোলাও ভোলাও
আমার হৃদয়

ওরা কেবল কথার পাকে
নিত্য আমায় বেঁধে রাখে
ওরা কেবল কথার পাকে
নিত্য আমায় বেঁধে রাখে
বাঁশির ডাকে সকল বাঁধন
খোলাও খোলাও খোলাও

আমার হৃদয়

মনে পড়ে, কত-না দিন রাতে
আমি ছিলেম তোমার খেলার সাথী
আজকে তুমি তেমনি করে
সামনে তোমার রাখো ধরে
আমার প্রাণে খেলার সে ঢেউ
তোলাও তোলাও তোলাও

আমার হৃদয়
তোমার আপন হাতের দোলে
দোলাও দোলাও দোলাও
আমার হৃদয়



Credits
Writer(s): Gautam Das Gupta, Traditional (ravindra Sangeet)
Lyrics powered by www.musixmatch.com

Link